২১ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত| হয়েছে। এসময় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১১জনকে পুরস্কার প্রদান হয়।
বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সভাপতিত্বে আগস্ট/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায়
পুলিশে দামুড়হুদা সার্কেল হিসাবে সদ্য যোগদানকৃত সহকারি পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান কে অত্র জেলায় যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে জেলা হতে অবসর উত্তর ছুটি (পিআরএল) গমণকারী পুলিশ অফিসের প্রধান সহকারী মোঃ শহিদুল ইসলাম কে চুয়াডাঙ্গায় পেশাদারিত্বের সাথে চাকুরিকাল শেষ করে অবসর গ্রহণ করায় পুলিশ সুপারের পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা প্রদান করেন।উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কনক কুমার দাস, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)
মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা প্রমুখ। পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ, দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। ভালকাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে (জুন-জুলাই) শ্রেষ্ঠত্ব অর্জন করায় ১১ জন পুলিশ সদস্যদের পুলিশ সুপার নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।