২১ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর আলোচনা সভার সভাপতিত্ব করেনসিনিয়র দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার মো: বিল্লাল হোসেন ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব তিথী মিত্র ।
এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ফারুখ মহলদার।আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ দেশের পুষ্টি ও অর্থনীতির অন্যতম অবলম্বন। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং অনিয়ন্ত্রিত মাছ ধরা বন্ধ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাছ চাষে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।