২১ নভেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা দর্শনায় পুলিশ মাদকসহ ৭ মামলার আসামী ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে। রবিবার দুপুর সাড়ে ৩ টায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদ তিতুমীর এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর এলাকার ইশ্চরচন্দ্রপুর গ্রামের মোঃ সানিরুল ইসলামের ছেলে ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাশেদ (২৭) আটকের উদ্দেশ্য তার গ্রামে যায়।এসময় রাশেদ ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি মাঠে বসে ছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদ তিতুমির বলেন, রাশেদ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে মাদক সহ ৭ টি মামলা চলমান আছে।