২১ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এসএম মিজানুর রহমান শামীমকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির ১নং বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
১২ আগস্ট ২০২৫ তারিখে বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রধান প্রফেসর ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০০৮ সালের ২৫ নভেম্বরের সংশ্লিষ্ট পরিপত্র অনুসারে এবং উচ্চ মাধ্যমিক ও কলেজ শিক্ষা বোর্ডের বিধি মোতাবেক এসএম মিজানুর রহমানকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে।
এই মনোনয়নের মাধ্যমে শিক্ষা ও সমাজসেবায় তার অভিজ্ঞতা বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।