২১ নভেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান
রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরুজ চিনিকলে ২০২৫-২৬ রোপন ও মাড়াই মৌসুমে আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিস্কার -পরিচ্ছন্ন গুনগত মানসম্পন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫ টায় কের এ্যান্ড কোম্পানীর কৃষি বিভাগের উদ্যোগে কেরুজ মিলসগেট (পশ্চিম )সাবজোনের ২৩ নং ইউনিটের লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষী মো.জামাল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ)লি.এর ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভুঁইয়া এবং ডিজিএম (সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবজোন প্রধান মো.মোজতাহিদুল ইসলাম, সিডিএ এ এস এম কবির , সিডিএ গোলাম মোস্তফা বাবু,সিডিএ এনামুল হক ও সিডিএ মহসিন আলী।এসময় জোনের আওতায় ৫৫ জন আখচাষী অংশ গ্রহণ করেন।