২১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান
রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় দর্শনার ইমদাদুল পুলিশ লাইন স্কুলের সামনে হতে২ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
শুক্রবার সকাল ৮ টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ) মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম খাঁসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে পাঁকা রাস্তার উপর এক অভিযান চালায়। এসময়
দামুড়হুদার দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামের কেয়ামত আলীর ছেলে ইমদাদুল(৪৫) কে আটক করে তার দেহ তল্লাসী করে। এসময় তার কাছে থাকা ব্যাগে বিশেষ কায়দায় রাখা ২কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করা হয়েছে।