২১ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান
রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।এচাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দীন আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী, র্যাব-১২’র ডিএডি হামিদুর রহমান, আনসার ভিডিপির জেলা কমান্ডান্ট ফারুক ইসলাম, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি প্রফেসর মো. কামরুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন, মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মো. আবুল কালামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অপরাধকার্যক্রমের বিরুদ্ধে কর্মতৎপরতা বেড়েছে। চুয়াডাঙ্গায় গত ১ মাসে ৩১ জনের অপমৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার মানুষ আবেগপ্রবণ বেশি। আত্মহত্যার বিরুদ্ধে জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সামাজিক সচেতনতা বিষয়ক আয়োজন করা হচ্ছে।
মাদক, বাল্যবিয়ে ও আত্মহত্যা এই তিনটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে কাজ করতে হবে। নিজ নিজ জায়গা থেকে এই তিনটা বিষয় নিয়ে কথা বলতে হবে। তৃনমূল পর্যায়ে আলোচনা করতে হবে। সভা-সেমিনারের বাইরে সাংস্কৃতিক আয়োজন, বিতর্কের মাধ্যমে কাজ করতে হবে।এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রসাশকদের উদ্দেশ্য করে বলেন, উপজেলা পর্যায়ের সভায় বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় করতে হবে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে।