২১ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার।
হুসাইন মোহাম্মদ (রুবেল)
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর সাকিনস্থ ৪ নং ওয়ার্ড জনৈক হাবিব ভূইয়ার বসত ঘরের সামনে।
সূত্রে জানা যায় রোজ শনিবার ৯ই আগষ্ট ২০২৫খ্রি. তারিখে ২.৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/শহীদুল ইসলাম,অফিসার ইনচার্জ, বিজয়নগর থানা’র নেতৃত্বে এসআই/মাহবুব আলম সরকার, এএসআই(নিরস্ত্র)/শাহাদাত হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থল হইতে ধৃত আসামী (১)মোঃ আরমান মিয়া (২১), পিতা-মোঃ মাসুম মিয়া, মাতা-রিনা বেগম, সাং-কালাছড়া, ইউপি-বিষ্ণুপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’র দখল ও হেফাজত হইতে ১৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটর সাইকেল উদ্ধার করে । উক্ত আলামত বিধি মোতাবেক তালিকা মূলে জব্দ করা হয়।
আসামীকে উক্ত আলামত সহ গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে তাহার সহযোগী পলাতক আসামী- (২) মাসুম মিয়া (২৪), পিতা-শাহ আলম, মোঃ ইয়াসিন (৩০), পিতা-শাহ আলম, উভয় সাং-পশ্চিম কালাছড়া, (৩) মোঃ আরিফ (২৪), পিতা-মোঃ সেলিম মিয়া, (৪)মোঃ হাবিব ভূইয়া (২৮), পিতা- হাজী বিলাত আলী ভূইয়া, উভয় সাং-দুলাল পুর, সর্ব থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নাম ঠিকানা প্রকাশ করে।
এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম আজকের ক্রাইম নিউজকে, বিজয়নগর থানা এলাকা থেকে মাদক নিয়ে যাওয়া বন্ধে এর অংশ এই অভিযান। বিজয়নগর থানার ,এফআইআর নং-২২, তারিখ- ০৯ আগস্ট, ২০২৫; জি আর নং-৩২০, তারিখ- ০৯ আগস্ট, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়ের করা হয়।ধৃত আসামী, পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামি বিজ্ঞ আদালতের মাধ্যমে কোট হাজতে সপোর্দ করা হয়েছে। বিজয়নগর থানা এলাকা আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। দায়িত্ব পালনে আমরা সচেষ্ট আছি।