২১ নভেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার-
সোমবার বেলা ১১ ঘটিকায় টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন এবং রাউন্ড টেবিল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ সোনার তরী মডেল স্কুলে বৃক্ষরোপণ এবং স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম। আরো উপস্থিত ছিলেন রাউন্ড টেবিল জার্মান শাখা থেকে আগত পর্যটক মিস্টার থমাস এবং তার স্ত্রী, রাউন্ড টেবিল বাংলাদেশের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব এজাজ মাহমুদ রনি, রাউন্ড টেবিল বাংলাদেশ এর সদস্য জনাব কায়সার আহমেদ সহ রাউন্ড টেবিল এবং টুরিস্ট পুলিশের বিভিন্ন সদস্যবৃন্দ সহ।
পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন, রাউন্ড টেবিল বাংলাদেশ এবং বাংলাদেশ টুরিস্ট পুলিশ একসাথে ইতিপূর্বেও কাজ করেছে এবং সমাজের আপামর জনসাধারণের জন্য তাদের কল্যাণে ভবিষ্যতে ও একসাথে কাজ করবে। দেশের জনসাধারণের সামাজিক উন্নয়নে রাউন্ড টেবিলের এ ধরনের কর্মকাণ্ডকে তিনি সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এর পরিসর আরো বড় হবে বলে তিনি বিশ্বাস করেন।