২১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভা ও সদর উপজিলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে মঙ্গলবার বিকালে সমাবেশ ও গন মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও গন মিছিলে প্রধান অতিথি এ্যাডভোকেট হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন হাত জোড় করি কর জোড় করি একটা বার সুযোগ দিন।দেখুন বাংলাদেশে জামায়াতে ইসলামী দল এই দেশ টাকে কিভাবে চালায়। আমরা দূর্নীতি করবো না কাউকে দূর্নীতি করতে দিবো না। সন্ত্রাস করবো না কাউকে সন্ত্রাস করতে দিবো না। আমার এই দেশটাকে উন্নয়ন করে দেশের চেহারা পাল্টে দিব। আমি বিশ্বাস করি দেশবাসী এবার জামায়াত ইসলামী দলকে এবার সুযোগ দিবে।
উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ফরিদুল হক , উপজেলা জামায়াতের সভাপতি মোঃ: মনিরুজ্জামান তালুকদার পৌর জামায়াতের সভাপতি মোঃ মনিরুজ্জামান সহ স্থানীয় জামায়াত ইসলামী দলের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস মোড়ে এসে গন মিছিল শেষ হয়।