২১ নভেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আমিনার বিরুদ্ধে অনিয়ম ও প্রশাসনিক দুরব্যবহারের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
২০ আগস্ট ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, পিআইও এবং বাবুগঞ্জ উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টরকে সদস্য করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ লিখিতভাবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক ও নৈতিক অনিয়মের অভিযোগ দেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।