২১ নভেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৪শ ৫২ পিচ ইয়াবা, ১শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩০ হাজার টাকা,৫ টি মোবাইল ফোনসহ দুই জনকে করেছে।
মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে দর্শনা বাস স্ট্যান্ড সংলগ্ন টার্মিনাল পাবলিক টয়লেটের সামনে হতে দর্শনা মোহাম্মদপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ নাজিম উদ্দিন জনি ড্রাইভার (৪০) ও নাজিম খন্দকারের ছেলে মোহাম্মদ আলী তানিম (২২) কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ৪শ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট ১শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩০ হাজার টাকা,৫ টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।