২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান
রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র,ম্যাগাজিন ও গুলিসহ ১ ব্যাক্তি গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে সাইদুর রহমান (৩৫)এর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশি করে ১ টি বিদেশী পিস্তল ,২টি ম্যাগাজিন ১৫ রাউন্ড পিস্তলের গুলি, ২টি বাটন ফোন উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র, গুলিসহ গ্রেফতারকৃত সাইদুরকে পরে দামুড়হুদা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।দামুড়হুদা থানার ওসি হুমায়ন কবীর জানায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র,গুলিসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।তার বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেয়া হয়েছে।