২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বদলিজনিত কারণে বিদায়ী বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. হারুন অর রশিদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মকর্তার সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. হারুন অর রশিদ তাঁর বক্তব্যে বলেন, “বাবুগঞ্জে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এখানকার মানুষ আন্তরিক, সহযোগিতাপরায়ণ। আপনাদের ভালোবাসা আজীবন মনে রাখবো।”
অনুষ্ঠান শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।