২১ নভেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু কোম্পানীর ২০২৫-২৬ রোপন /মাড়াই মৌসুমে আখ চাষ বৃদ্ধি ও গুণগত মান সম্পন্ন আখ সরবরাহের লক্ষে আখ চাষী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কেরুজ কৃষি বিভাগের উদ্যোগে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ আখচাষী সম্মেলনে কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান ( এফসিএমএ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক ( ইক্ষু উন্নয়ন ও গবেষনা) ড. আব্দুল আলীম খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দপ্তরের প্রধান সিপিই গিয়াস উদ্দিন, সদর দপ্তরের প্রধান টিএস ড.জেবুন নাহার ফেরদৌস,কেরুজ মহাব্যবস্থাপক (কৃষি) মোঃ আশরাফুল আলম ভূইয়া।সহ মহাব্যবস্থাপক(কৃষি) মোঃ মাহবুবুর রহমান। অতিথিরা এসময় চাষীদের বিভিন্ন সমস্যা ও দাবীদাবা মনোযোগ দিয়ে শোনেন।পরে অতিথিরা বলেন, চাষীদের আখের দাম বৃদ্ধি এটা চাষীদের যৌক্তিক দাবী।তবে উন্নত আখ চাষ করতে হবে।তবে আমরা এখনও মাঠে ভাল মানের বীজ উৎপাদন করতে পারছিনা।বাজারে প্যাকেট চিনির দাম কম,কেরুজ চিনি জৈব চিনি,ফলে কেরুজ চিনির দাম বেশী।ভাল পণ্য বেশী দামে কিনতে হবে,দাম বেশীর কারণে বাজারে চাহিদা না থাকায় আমরা উৎপাদিত চিনি বাজারে পাচ্ছিনা,দাম বেশী হলেও আমরা বিপণের জন্য ভাবতে শুরু করেছি।
এর আগে অতিথিরা কেরুজ জৈব সার কারখানা পরিদর্শনে অতিথিরা কেরুজ জৈব সার প্রদর্শন করেন।