২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মুসা মিয়ার নির্দেশে এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শালবাহান ইউনিয়নের ছোপাগছ এলাকা অভিযান চালিয়ে বোয়ালমারী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুর রহিম (৩৩) কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাসী করে ৩৯ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানান আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ সংগ্রহে রেখে উপজেলার বিভিন্ন স্থানে যুব সমাজের মাঝে চড়া দামে বিক্রির ব্যবসা করে আসছিল। কিন্তু তারা লোক প্রশাসনের আড়ালে ব্যবসা করায় হাতে নাতে ধরা কষ্ট সাধ্য ছিল। এদিন গোপন সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে তাদের মাদকদ্রব্য সহ আটক করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মূসা মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলায় মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এ অভিযান অব্যাহত চলবে। #