২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ আগামী বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ দেখতে চাইনা। আগামী বাংলাদেশে আর কোন অন্যায় অবিচার দেখতে চাইনা। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, পুলিশ বাহিনী অন্যায় ভাবে আর কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা কারও চাপে মাথা নত করবে না।
শনিবার সকালে তেঁতুলিয়া টি ওয়্যার হাউজে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল তেঁতুলিয়া উপজেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির এসব কথা বলেন।
উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি।
মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাড. রীনা পারভীন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমএ মজিদ, এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।
এছাড়াও তৃণমূল পর্যায়ে মহিলা দলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।