২১ নভেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
গত সোমবার বেলা ১৭:০০ ঘটিকায় কিশোরগঞ্জ সদরের ঐতিহ্যবাহী গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ফুডিয়ানা রেস্টুরেন্টের উদ্বোধন করেন ময়মনসিং ডিভিশনের টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম।
এ সময় এখানে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আসাদুজ্জামান খান মনির, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব নয়ন আহমেদ, কিশোরগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জনাব মোঃ নাইমুল হক পিপিএম এ সময় বলেন উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, কিশোরগঞ্জ জেলা ভ্রমণে আগত পর্যটকরা যেন মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারেন সেদিকে ব্যবসায়ী সমিতির সবাইকে দৃষ্টি রাখতে হবে। তাছাড়া খাদ্য-দ্রব্যের মূল্যের ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করেন। পর্যটক এর কাছ থেকে যেন অতিরিক্ত মূল্য আদায় না করা হয় এই বিষয়ে টুরিস্ট পুলিশের মনিটরিং সব সময় থাকবে বলে তিনি জানান