২১ নভেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে ৬ বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের তরিকুল ইসলামের মেয়ে স্থানীয় কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী তাকিয়া সুলতানা(৬) স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে কাটাপোল বাজারে পৌছুলে রাস্তা পারাপারের সময় একটি পাখিভ্যানের ধাক্কায় রাস্তায় সে ছিটকে পড়ে।
এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, কাটাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।