২১ নভেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলা শ্রমিক দলের উদ্যোগে রবিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার-অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কুচক্রিমহল কর্তৃক আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মাধ্যমে শেষ হয় ।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড সৈয়দ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন , নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম , জেলা বিএনপির সদস্য দপ্তরের দায়িত্বে থাকা এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশীদ সহ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে সকল জনতার অংশগ্রহণে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটে। কিন্তু বর্তমানে কিছু কুচক্রী মহল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার-অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা যেকোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় কিন্তু আমরা তা কখনোই হতে দিবোনা। পরিশেষে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহবান জানান।