২১ নভেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বৃষ্টির মধ্যে কাজের গতি বাড়াতে আলমডাঙ্গার বিভিন্ন সরকারী দপ্তর প্রদর্শন করেছেন।
সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ তাদের দায়িত্ব যথাযথ পালনে আরও উৎসাহিত করার জন্য দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সর্বপ্রথম আলমডাঙ্গা থানা পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবাদান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি আলমডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন, যেখানে তিনি পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা এবং প্রশাসনিক কার্যাবলি পর্যালোচনা করেন।
পরবর্তী পর্যায়ে জেলা প্রশাসক আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি সংক্রান্ত সেবা, নামজারি, খতিয়ান প্রদানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এরপর তিনি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং চুয়াডাঙ্গা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল নাঈম।