২১ নভেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব পেয়েছেন টানা চার বার এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত ) সহকারী অধ্যাপক নির্মল চন্দ্র হালদার।
গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে টানা পনেরো মাস দায়িত্ব পালনের পর মঙ্গলবার ০৮ জুলাই বিকালে অব্যাহতি নিলেন সহকারী অধ্যাপক জওহর লাল পাল। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ আলীমুজ্জামান, প্রভাষক মোঃকামরূজ্জামান, প্রভাষক রাফিয়া পারভীন, প্রভাষক মোহাম্মদ মাসুদ করিম, প্রভাষক আফসানা কুমকুম, সহকারী প্রধান শিক্ষক আলী আজীম খান পলাশ, সহকারী শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন প্রমূখ।
দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নির্মল হালদার বলেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্য ধরে রাখা ও শিক্ষার মান আরও উন্নতির স্বর্নশিখরে আরোহন করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।