২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বেলাল হোসেন সিকদার //
বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রথম সারির বেসরকারি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মনোনীত হওয়ায় অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ্ আল-মাদানী কে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সেই সাথে এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।এমন একজন বিশিষ্ট দেশ বরেণ্য আলেমেদিনকে যথা উপযুক্ত জায়গায় নিয়োগ দেওয়ার জন্য।
বর্তমানে অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বাংলাদেশ জমিয়াতুল মোদাররিসিন এর সিনিয়র সহ-সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য,বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।