১৫ Jul ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার ৩ জুলাই সকালে ২০২৪-২০২৫ অর্থ বছরে (এডিবি) প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপকরণ বেঞ্চ ক্রীড়া সামগ্রী পিছিয়ে পড়া হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও কমিটি ক্লিনিকে স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন শিক্ষকরা হচ্ছে দ্বিতীয় জন্মদাতা বলা হয় আপনাদের দায়িত্ব অনেক নতুন প্রজন্মকে আপনাদের পরিবর্তন করে সুশীল প্রজন্মে তৈরি করতে হবে। নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, সহকারী কমিশনার ( ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহমেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল্লা হেল বাকী চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং ৪ টি মাদ্রাসা, ৪ টি স্কুলে শিক্ষা উপকরণ, ১০ টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য উপকরণ এছাড়া পিছিয়ে পড়া হত দরিদ্র ১০ জন মহিলাকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।