২১ নভেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা যুবদলের উদ্যোগে বুধবার দুপুরে শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রসঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিবেশবান্ধব বাংলাদেশ বিনীর্মাণের জন্য
আমরা আজ ২ জুলাই থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে। আমাদের লক্ষ্য ঝালকাঠি জেলায় আমরা এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করবো।
যুবদলের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল হোসেন তুহিন বলেন আজ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। জেলায় আমরা যুবদল পরিবার এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করব।
তিনি আরো বলেন ঝালকাঠির গুয়াটন এলাকায় যেখানে তালগাছ কাটা হয়েছিল সেখানে আমরা তালের চারা রোপণ করব আগামীকাল বৃহস্পতিবার।
এ সময় যুবদল নেতা শফিকুল ইসলাম সুজনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।