১২ Jul ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করা হয়েছে। আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে বিএনপির পক্ষ থেকে ডিএমপির শেরেবাংলা নগর থানায় মামলা করার পর সন্ধ্যায় তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা সোপর্দ করে জনতা।
বিএনপির পক্ষ থেকে দায়ের মামলার মোট আসামি ২৪ জন। এর মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সাবেক চার আইজিপিও আসামি।
মামলা থাকলেও পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার না বলে আটক রাখার কথা বলা হয়েছে।
নুরুল হুদাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
তিনি , সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে বিক্ষুব্ধ জনতা তার বাসা থেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। শুনেছি সাবেক এ সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে। পর্যালোচনার পর তাকে সেই মামলার গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, রোববার (২২ জুন) আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করেছে বিএনপি। মামলার মোট আসামি ২৪ জন। এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক চার আইজিপি। রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।