২১ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নে জন্ম নেয়া বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের জন্মস্থান ও পৈত্রিক ভিটা সংস্কার সহ ওনার বাড়ীর পাশে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মরনে ২০০৮ সালে যে জাদুঘরটি করা হয়েছিল সেটা বরিশাল জেলা পরিষদ থেকে সংস্কৃতি মন্ত্রনালয়ে এনে পুনরায় চালুর দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সংস্কৃতি মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এঁর কাছে এ স্মারকলিপি প্রদান করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তিনি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এঁর বাড়ীর সম্মুখভাবে ক্রমাগত নদী ভাঙন অব্যাহত থাকায় কনক্রীটের ব্লক ফেলে শাসন করার ব্যাপারে আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে উপদেষ্টা মহোদয় অন্যান্য প্রাসঙ্গিক মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে কাজটি এগিয়ে নেবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বরিশাল সোসাইটির আহবায়ক আমানুল্লাহ খান নোমান, শহীদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চু, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. মোসাদ্দেক বিল্লাহ, অ্যাড. ফয়জুল্লাহ ফায়েজ, এবি পার্টি বরিশাল জেলা ও মহানগরীর সদস্য সচিব প্রকৌশলী জি এম রাব্বী এবং যুগ্ম আহবায়ক সুজন তালুকদার।