২১ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার ১৬ জুন বিকেলে ঝালকাঠি সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশে আমরা বিএনপির পরিবার ৫০ কোটি বৃক্ষ রোপন করবো। এর ধারাবাহিকতায় আজ আমরা ঝালকাঠি সদর হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি চালু করেছি।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মোঃ মেহেদী হাসান সানি।
ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তাপু,সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরদার শাফায়েত হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নাছির উদ্দিন , পৌর বিএনপির সিনিয়র সভাপতি মোঃ দিন ইসলাম মিয়া বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।