২০ নভেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশনের নামে একটি অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার ১৩ জুন সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট এলাকায় এর প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার বীর প্রতীক রতন শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর প্রতিক রতন শরিফের ছেলে শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মজিদ হাওলাদার, রাকুদিয়া নতুন হাট জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দিন বাবুল, নতুন হাট জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আল আমিন, হাফেজ সাইফুল ইসলাম প্রমূখ । এ সময় রাকুদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
রতন শরীফ একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা , যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার জন্মস্থান বরিশাল জেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে।
তিনি স্বাধীনতা যুদ্ধের জন্য “বীর প্রতীক” খেতাব লাভ করেন, যা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব। “বীরপ্রতীক রতন শরীফ ফাউন্ডেশন” এর মূল লক্ষ্য হবে মানব সেবা, কল্যাণ ও সমাজের উন্নয়ন মূলক কর্মকাণ্ড বলে জানা গেছে।