১২ Jul ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স :: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উলানিয়া বাজারে একটি কর্মসূচিতে অংশ নিতে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় নুরুল হক নুর ছাড়াও তার সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিপি নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।
হামলার পর বিকেলে তিনি গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে গেলে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে বিস্তারিত কিছু এখনো বলা যাচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার (১২ জুন) সকালে ভিপি নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গলাচিপা শহরের সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি পৌরমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্যকালে ভিপি নুর দাবি করেন, ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হতো না।
এ ছাড়া তিনি স্থানীয় গলাচিপা-বন্যাতলী সড়ক উন্নয়ন প্রকল্প নিয়ে বিএনপির এক ঠিকাদারকে উদ্দেশ করে বলেন, ঠিকমতো কাজ না করায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।
তার এসব বক্তব্যের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।