২০ Jun ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক শিল্প উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিসিক শিল্প নগরী প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক উপ-ব্যবস্থাপক আলী আজগর নাসির। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশেই দেশের অর্থনীতির ভিত্তি মজবুত হবে। বিসিক মেলা উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ।”
জেলা প্রশাসক আরো বলেন বেশি বেশি প্রচার করতে হবে যাতে করে মানুষ জানতে পারে এখানে মেলা হচ্ছে।
মেলায় ৫০টির বেশি স্টলে হস্তশিল্প, পাটজাত পণ্য, খাদ্য ও ভোক্তাপণ্য প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।