২১ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা মূল্যের ভারতের তৈরী ১২ কেজি ২শ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টায় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলী ও সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল গোপনে সংবাদে জানা যায়, সন্ধ্যায় ৭ টায় একদল চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে রূপার গয়না পাচারের চেষ্টা করছে। এসময় টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩ নিকটবর্তী মুন্সীপুর সরদার পাড়ায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে, বিজিবি সদস্যদের তাকে ধাওয়া খেয়ে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহল দল ওই ব্যাগটি জব্দের পর তাতে তল্লাশী করে স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে পরে প্যাকেট খুলে ১২ কেজি ২শ গ্রাম ভারতের তৈরী রূপার গয়না পাওয়া যায়। রাতেই সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছে এবং জব্দকরা রূপার গয়নাগুলো পরীক্ষা-নিরিক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।