২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের বরিশালে প্রবাসীর স্ত্রী নিয়ে মুয়াজ্জিন উধাও বাগেরহাটে নিয়ম-নীতি না মেনে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা চলছে কাঠ পোড়ানোর মহোৎসব মোরেলগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবসে র‌্যালী ও আলোচনা সভা বাগেরহাটে মুখমন্ডলে টেপ প্যাঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বিজয়নগরে আধিপত্য বিস্তারে দুই গ্রুপে সংঘর্ষে আটক ৪ আলমডাঙ্গা পুলিশের হাতে ছিনতাই’কৃত ইজিবাইক সহ গ্রেফতার -২ বাবুগঞ্জে ভূগর্ভস্থ পানির সংকটে জনজীবন বিপর্যস্ত, অমৃত গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন বাড়ির উঠানে স্বামীর লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সালিস করছেন গ্রামবাসী ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেইনের সড়ক ও মীরগঞ্জে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান।
ইউএনওর সামনেই ৩ কর্মচারীকে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা

ইউএনওর সামনেই ৩ কর্মচারীকে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা

আজকের ক্রাইম ডেক্স : পয়লা বৈশাখ উদযাপনের সময় দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও এবং ওসিসহ ঊর্ধ্বতন সরকারি ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে উপজেলা পরিষদের তিন কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে।

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলা পরিষদের অফিস সহকারী এমদাদুল হক, আবু হোসেন এবং নাইট গার্ড মমিনুল ইসলাম ওরফে রনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে খাবার বিতরণ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল বিরামপুর পৌরসভার সদস্য সচিব আরিফুর রহমান রাসেল ও তার সহযোগীরা কর্মচারীদের ওপর চড়াও হন।

ঘটনার সময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনিম আউন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন এবং সাধারণ সম্পাদক মনজুর ইলাহী চৌধুরী রুবেল।

আহত মমিনুল ইসলাম বলেন, আমরা অতিথিদের জন্য খাবার বিতরণ করছিলাম। হঠাৎ আরিফুর রহমান রাসেল এসে নিজের মতো খাবার নিতে থাকেন। আমরা বাধা দিলে তিনি ও তার সহযোগীরা আমাদের ওপর হামলা চালান।

বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুবেল ঘটনার নিন্দা জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ বিষয় জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাসেল পৌর ইউনিটের আওতাধীন এবং তারা আমাদের অধীনে নন। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত আরিফুর রহমান রাসেলের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি। বিরামপুর উপজেলায় নির্বাহী অফিসার নুজহাত তাসনিম জানান, পহেলা বৈশাখের নববর্ষের বরণ অনুষ্ঠানে সবার সামনে একটি উৎসবমুখর আয়োজনে এ ধরনের ঘটনা দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

ভুক্তভোগীদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019