২৯ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্সেদ মাদারীপুর জেলা প্রতিনিধঃ
সারাদেশের ন্যায়ে মাদারীপুরের কালকিনিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। আজ সোমবার পহেলা বৈশাখের সকাল থেকে শুরু হয় আনন্দ শুভযাত্রা সহ বিভিন্ন লোকজ অনুষ্ঠান। সকাল নয়টার দিকে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে গিয়ে সকলে মিলিত হয়। সেখানে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠন, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, একাডেমি স্কুল, স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নিজ নিজ ব্যানারে অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আগামী তিনদিনের সকাল সন্ধ্যা মেলার আয়োজন করেন। আজকে সহ মেলা চলাকালীন আগামী তিনদিন বিকেলে উপজেলা মুক্ত মঞ্চে চলবে উন্মুক্ত গানের আসর, নিত্য, নাটকসহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।