১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার,আজকের ক্রাইম নিউজ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় পূর্ব শত্রুতায় কথা কাটাকাটির জেরে ঘাতকের ছুরির আঘাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর জামে মসজিদের সামনে আনু মিয়ার ছেলে তৌফিক মিয়া (২৫) নামে যুবক নিহত হয়েছেন।
২রা এপ্রিল দুপুর সাড়ে বারোটায় উপজেলার আদমপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘাতক আল আমিন শিপন (২২) উপজেলার হরষপুর ইউনিয়নের সুনামুড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
পুলিশ এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘাতক আল আমিন এর পিতা জাকির হোসেন গত এক বছর আগে কলহের জেরে মৃত্যুবরণ করেন। উক্ত মৃত্যুতে মামলা হয় এবং আসামির বাড়িঘর লুটপাট হওয়ার পর, সম্পর্কে আল আমিনের ফুফা ও তৌফিক মিয়ার চাচা লুটপাটের মামলার সাক্ষী হওয়াতে উভয়পক্ষ উথ পেতে থাকতো। ঘাতক আল আমিন উপজেলায় বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রেতা।
ঘটনার সময় নিহত তৌফিক মিয়ার চাচার সাথে আল আমিনের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে নিহত তৌফিক চাচার পক্ষ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তৌফিককে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে তৌফিকের অবস্থা বেগতিক দেখলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, উভয় পক্ষ আত্মীয়তার সম্পর্ক, পুরাতন মার্ডার মামলায় লুটপাটের সাক্ষী হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরির আঘাতে তৌফিকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ঘাতক আল আমিনকে গ্রেফতার করা হয় ও পিকআপ ভ্যানে থাকা সহযোগী রাসেলকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন।