২১ নভেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে ২৬ মার্চ ২০২৫-এর সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, হাসান চত্বরে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়া প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬.০০ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণে নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএল,দামুড়হুদায় উপজেলা নির্বাহী অফিসার তিথী মিত্র,
দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ, দামুড়হুদায় বিএনপির উপজেলা সভাপতি মোঃ রফিকুল হাসান তনু,সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, দর্শনায় বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট,নাহারুল ইসলাম মাষ্টার,মাহবুবুর রহমান খোকন,শরীফ উদ্দিন, নাসির উদ্দিন খেদু,মশিউর রহমান,লুৎফর রহমান প্রমুখ।