২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের পুরাতন কলেজ খেয়াঘাট এলাকা থেকে বৃহস্পতিবার ১৩ মার্চ বিকেলে অবৈধ বেহুন্দী জাল দিয়ে ধরা জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছের রেনু সহ এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ কেজি ঝাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছের রেনু জব্দ করা হয়।
আটককৃত মাছ ব্যবসায়ী বারই করন এলাকার যদু মালোর ছেলে সুমন মালো।
মাছ ব্যবসায়ী সুমনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম দুই হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
মাছগুলো দুটি এতিমখানায় এতিমদের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয় জেলা মৎস্য কর্মকতা রবিউল ইসলাম বলেন ঝালকাঠি জেলায় অবৈধ জাল দিয়ে কেহ মাছ শিকার করতে পারিবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।