২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :জেলা নির্বাচন অফিসের সামনে জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে (স্ট্যান্ড ফর এনআইডি) অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্বদেন জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ
এ সময় বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত একটি সুপ্রতিষ্ঠিত ও কার্যকর ব্যবস্থা। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে ইসি এ সেবা সফলভাবে পরিচালনা করে আসছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সেবার জন্য পৃথক কমিশন গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে যা এনআইডি ব্যবস্থাপনার ধারাবাহিকতা ব্যাহত করতে পারে এবং এর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতে পারে। বক্তারা এনআইডি সেবা ইসির অধীনেই রাখার দাবি জানিয়ে জনগণের স্বার্থ ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।