১৫ মার্চ ২০২৫, ০১:১২ অপরাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি, শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
—
ঝালকাঠি প্রতিনিধি :৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়, সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: রায়হান কাওছার এঁর সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মো: সোহরাব হোসেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং জেলা প্রশাসন, ঝালকাঠির কর্মকর্তাবৃন্দ।
সভায় বিভাগীয় কমিশনার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, কৃষি, সমাজসেবা, গণপূর্ত, সড়ক ও জনপথ,সদর হাসপাতাল সহ বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। তিনি জেলার উন্নয়ন কার্যক্রমে আরো গতি আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের মতবিনিময় সভা সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করবে এবং উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করবে—এটাই সকলের প্রত্যাশা।