২১ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বহু অনিয়ম ও দূর্নিতীর অভিযুক্ত কেরুজ যশোর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ দাউদ আলীর বিরুদ্ধে পত্রিকায় রিপোর্টের জেরে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে।
বয়স কম দেখিয়ে কেরু এ্যান্ড কোম্পানিতে চাকুরী,মদের বতলের নকল লেবের রাখাসহ আগস্টের আগের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা দাউদ আলীর বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ফলে দাউদ আলীর অনিয়মের তদন্তের নির্দেশ দেয়া হলো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে। বুধবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক পত্রে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে দাউদ আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক কেরুজ চিনিকলের ব্যবসথাপনা পরিচালক রাব্বিক হাসান ওই দিন গঠন করেছেন তদন্ত কমিটি। ৪ সদস্যের এ কমিটিতে রয়েছেন, কেরুজ চিনিকলের ব্যবস্থাপক (হিসাব) গোলাম জাকারিয়া, উপ-ব্যবস্থাপক (পার্সনাল) আল আমিন, সহকারি ব্যবস্থাপক (বানিজিক) ডিস্টিলারী জহির উদ্দীন ও সহকারি ব্যবস্থাপক (যন্ত্রকৌশল) নাজমুল হাসান। বৃহস্পতিবার ৪ সদস্যের এ তদন্ত কমিটির অনুমোদন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত যশোর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ দাউদ আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তপূর্বক লিখিতভাবে আগামি ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, দূর্নিতী ও অনিয়মের সাথে জড়িত কাউকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। অভিযোগ প্রমানিত হলে বিভাগীয় ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সেক্ষেত্রে তদন্ত কমিটির সকলকে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। তদন্ত কমিটির একজন কর্মকর্তা বলেন, কেরুজ চিনিকলকে দূর্নিতী ও অনিয়ম মুক্ত করণে কাজ করছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।