০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :জ্ঞান বিজ্ঞান করবো জয় ,সেরা হবো বিশ্বময় এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ঝালকাঠিতে শেষ হলো দুই দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।
উপজেলা অডিটোরিয়ামে ১৩ ই জানুয়ারি বিকেলে সমাপনী ও পুরুস্কার বিতরণ করা হয় ।
মোট ৭ টি স্কুল ৩ টি কলেজ ও ৩ টি ক্লাব অংশগ্রহণ করে।৩টি গ্রুপে ভাগ করা হয় জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ সাইফুল ইসলাম ,যুব উন্নয়ন কর্মকর্তা ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ একেএম হারুন আর রসিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন বতর্মান প্রজন্ম তারা অনেক মেধাবী অনেক ভালো তাদের হাত ধরে এগিয়ে যাবে দেশ ।
জুনিয়র গুপে প্রথম স্থান অধিকার করেন সিয়াম হাওলাদার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়।
সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেন রফিকুল ইসলাম সৈকত ঝালকাঠি সরকারি কলেজ।
বিশেষ গুপে প্রথম স্থান অধিকার করেন সাইদ খান বিজ্ঞান ক্লাব ঝালকাঠি।