০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার ১৪ই জানুয়ারি সকালে রেড ক্রিসেন্ট এর অফিস চত্তরে ৪শত শীতার্ত অসোহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান ।
সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।
বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি )শফিউল ইসলাম , ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।
জেলা প্রশাসক মোঃ আরিফুর রহমান বলেন
এত সুন্দর ভাবে কম্বল বিতরণ শীতার্তদের মাঝে কোথাও হয়নি ঝালকাঠিতে। সকলের বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের তালিকা তৈরি করে রেড ক্রিসেন্ট এর একটি কার্ড দেওয়া হয়েছে । খুব সুন্দর আয়োজন। তিনি ঝালকাঠি যুব রেড ক্রিসেন্ট এর সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি আরো বলেন তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমাদের কাজে এগিয়ে যাবে দেশ। তিনি আরো বলেন ঝালকাঠিতে কোথাও যদি কোন অসহায় পরিবারের সন্ধান থাকে আমাদেরকে জানাবেন আমরা তাদের জন্য সরকারের তরফ থেকে তাদের জন্য কম্বল দেওয়ার ব্যবস্থা করবো।
ঝালকাঠি রেড ক্রিসেন্ট এর সহকারী পরিচালক ও ইউনিট লেবেল অফিসার ইকবাল মাসুদ বলেন আমাদের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের পারিবারিক গিয়ে অসহায় মানুষের তালিকা তৈরি করা। এই তথ্য যাচাই-বাছাই শেষে আমরা একটি করে কার্ড দিয়েছি সেই কার্ড নিয়ে সবাই কম্বল নিতে এসেছে।
আমাদের উদ্বেগকে জেলা প্রশাসক মহোদয় স্বাগত জানিয়েছেন।