০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
———- Forwarded message ———
From: মোঃ মনির হোসেন
Date: Sun, Jan 1
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর হাসপাতালে রবিবার দুপুর ১টার দিকে তত্ত্বাবধায়ক ডাক্তার শামীম আহমেদকে কথা আছে বলে পাশের রুমে নিয়ে মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে রুমে তালা লাগিয়ে দেয় অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ ।
তত্ত্বাবধায়ক বলেন শাহাদাৎ হোসেন আমাকে বলেন স্যার আপনার সাথে আমার কথা আছে একটু শুনেন।তখন আমি পাশের রুমে গেলে দরজা আটকে আমাকে হেনস্থা করে এবং হত্যার হুমকি দেয় ।
তত্ত্বাবধায়ক কে প্রশ্ন করা হলে কেন আপনাকে হত্যার হুমকি দিবে আপনার ড্রাইভার ।
ড্রাইভার এর চাকরির মেয়াদ শেষ হয়েছে তাই তার কাছ থেকে অ্যাম্বুলেন্স রেখে দেওয়া হয়েছে তাই সে ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় এবং হত্যার হুমকি দেয়। তত্ত্বাবধায়ক ডাক্তার শামীম আহমেদ থানায় লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর হতে তার চাকরির মেয়াদ শেষ হয়েছে। তার নিকট পাওনা এম্বুলেন্স পরিবহন বাবদ সরকারি ইউজার ফি জমা প্রদানের জন্য চিঠি দেওয়া হয়েছে তিনি দুই মাস পর্যন্ত সরকারি টাকা জমা দেননি।
হাসপাতালে অফিসার্স কোয়াটার অবৈধভাবে রুম দখল করিয়া মাদক সেবন ও মাদকের কর্মকাণ্ড করেন যাহা তাহার কর্মকাণ্ডে ও চলা প্রায় সন্দেহ হয়েছে। ইতিপূর্বে তিনি পুলিশের নিকট ইয়াবাসহ ধরা পড়েন, কতদিন ১১ ই জানুয়ারি আমাকে হুমকি প্রদান করেন এবং আমার সরকারি বাসভবনের বিভিন্ন স্থাপিত সিসি ক্যামেরা নষ্ট করেন যা তার আচরণে প্রমাণিত হয়।
বিকেল পাঁচটার দিকে তত্ত্বাবধায় ডাক্তার শামীম আহমেদ হাসপাতালে যে কক্ষে অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ ছিলেন সেই রুমে তিনি সিলগালা করে দেয়।
এদিকে ঝালকাঠি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে আছে জনগণ ৪০০ টাকার বাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্সের দিতে হচ্ছে ১৫০০ থেকে ২০০০ টাকা।
অ্যাম্বুলেন্স বন্ধের বিষয় তত্ত্বাবধায়ক বলেন ড্রাইভারের চাকরি নেই আর আমার এখানে অন্য কোন ড্রাইভার নেই তাই অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি খুব দ্রুত সমস্যা সমাধান হবে এবং ড্রাইভার আসবে।
পাশাপাশি বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের বলছি আপনারা জনগণকে জিম্মি করে অতিরিক্ত অর্থ নিবেন না।