২১ নভেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসক এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান এর আয়োজনে ২১শে শনিবার সকাল ১১টায় ইসলামিয়া ফাযিল মাদ্রাসা প্রঙ্গনে ২শত প্রবীনদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন ।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কমিটির আহবায়ক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্ঠু, সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্য বান সেন,
ইসলামিয়া ফাযিল মাদ্রাসারঅধ্যাক্ষ মোঃ আবদূল কাইউম।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আহবায়ক কমিটি সভাপতি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্ঠু বলেন আমরা সপ্তাহে দুই দিন ৬০/৭০ প্রবীনদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে থাকি। তিনি জেলা প্রশাসকের কাছে ঝালকাঠিতে একটি য়প্রবীণ হাসপাতালে জন্য আবেদন করেন। জেলা প্রশাসক বলেন আপনারা কাগজপত্র জমা দিন বিষয়টি আমরা দেখবো।
তিনি আরো বলেন প্রবীনদের চিকিৎসার জন্য আমাদের ঔষধ দরকার অনেক অসুস্থ প্রবীণ লোক জন আসে আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ নেই।