২০ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
‘নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হীরাকান্ত রায়, সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ বর্মন, কলেজ শিক্ষক ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক পায়েলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সুশীল নাগরিকবৃন্দ।
পরে পাঁচটি ক্যাটাগরীতে পাঁচজন নারীকে জয়ীতা পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মরজিনা খাতুন মাহি, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে সাগরিকা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনে মেহেরুন নেহার, সফল জননী নারী কমিজান নেছা ও সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় সখিনা বেগম।