২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন, ২১শে রজব, ১৪৪৬ হিজরি, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
১ডিসেম্বর রাত সাড়ে সাতটায় বাংলদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মোহতারাম ডাঃ শফিকুর রহমানের বরিশাল শুভাগমন উপলক্ষে গৌরনদী- আগৈলঝাড়া যৌথ উদ্দ্যেগে গৌরনদী বন্দরে আয়োজিত পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা আল আমিন হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া শাখার আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শুরা সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, সংশ্লিষ্ট পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক বাইজিদ হোসাইন, অর্থ সম্পাদক রুহুল আমিন সবুজ, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা এ টি এম শামসুল হক, আনোয়ারুল হক নিরু, জেলা সদস্য মাওলানা জাকির হোসাইন, তা’লিমুল কোরআন বিভাগের জেলা সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমিরে জামায়াতকে গ্রহণ করা হয়।