১২ Jul ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শান্ত ইসলাম।। বিশেষ প্রতিনিধি।।
এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৭নং ওয়ার্ডস্থ কুদঘাটা বাজারের তিন রাস্তার মুখে জিনৈক হেমায়েতের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরে হইতে ২৮/১১/২০২৪, সময়, সকাল-১০:৩০ ঘটিকার সময় ১৮ বোতল ফেনসিডিল সহ একজন কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ব্যাগ তল্যাসি করে ১৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।এ সময় মোঃ বাবুল(৪২),পিতা-মৃত আঃ ছাত্তার ,মাতা-জহুরা বেগম ১৮ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত অফিসার ও ফোর্স – এসআই- মেহেদী হাসান, এসআই-পিন্টু পাল, এএসআই-আউয়াল, এএসআই-মহসিন
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি/সাক্ষী – ১/মোঃ কালাম ২/ সায়েম গাজী। আসামির বিরুদ্ধে মামলার কাজ চলমান রয়েছে।