২০ নভেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার ১৯ শে নভেম্বর সন্ধা ৭ টায় জেলা শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব দলের ভারপ্রাপ্ত সিনিয়র আহবায়ক রবিউল হোসেন তুহিন, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান,ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু,শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন অর রসিদ সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন বলেন শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান কে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের দলের সুনাম ক্ষুন্ন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। আমরা খুব দ্রুত সিনিয়র নেতাদের সাথে আলাপ করে সমাধানের চেষ্টা করব।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজাদুর রহমান বলেন খুব দ্রুত একটি সমাধান করা দরকার।
ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন বিষয়টি খুবই দুঃখজনক আমরা দ্রুত এর সমাধান চাই।
শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান বলেন আমাকে লাঞ্ছিত করার ঘটনা এখন পর্যন্ত আমাদের নেতারা কোন সিদ্ধান্ত নেয় নি। এরপরে আমরা রাজাপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নাছিম আকনের বিচার করা না হলে। এরপরে বিভাগীয় আন্দোলন শুরু হবে।