২১ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
গোপালগঞ্জ (কোটালীপাড়া) প্রতিনিধি
জিয়াদুল ইসলাম
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রজনীগন্ধা সাংস্কৃতিক সংসদ এর তত্ত্বাবধানে শিক্ষা সফর করা হয়েছে। আজ ০৯ নভেম্বর ২০২৪ শনিবার সকাল ০৭ ঘটিকায় কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় হতে বাসেযোগে শতাধিক জামায়াত ইসলামের সহযোগী সদস্য, কর্মী, রুকন শিক্ষা সফরে রওয়ানা হন এবং পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় ১১.৩০ ঘটিকায় পৌছান। সেখান থেকে উপজেলার সাঈদখালী গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. এর বসতভিটা পরিদর্শন করেন। তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদি ফাউন্ডেশন সহ দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন। শিক্ষা সফরে কোটালীপাড়া উপজেলা আমীর মোঃ সোলায়মান গাজী এবং সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ দ্বয় সহ দায়িত্বশীল গন দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী এবং দ্বিনী কাজের আলোকে শিক্ষামূলক দিক তুলে ধরেন। তারা বলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদি ছিলেন বিশ্বখ্যাত একজন ইসলামিক স্কলার ও রাজনীতিবিদ। তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। জালিমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ ১৩ টি বছর তিনি বহুকষ্টে কারাগারে কাটিয়েছেন। তবুও জালিমদের কোনো ফাঁদে পা দেননি। জালিমের বশ্যতা স্বীকার করেননি। তিনি একাধারে আলেম, ইসলাম প্রচারক, লেখক, রাজনীতিবিদ, সমাজকর্মী ও সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় নেতাদের মধ্যে তিনি অন্যতম। তাঁর জনপ্রিয়তা, রাজনৈতিক দল, রাষ্ট্র সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। দায়িত্বশীল গন সফরের পুরো সময়টা ইসলামী শিক্ষামূলক আলোচনা করেন ও জামায়াত ইসলামীর চার দফা কর্মসূচীর উপর গুরুত্বারোপ করেন। শিক্ষা সফরে আরো অংশ নেন গোপালগঞ্জ পৌরসভার আমীর মাওলানা এনামুল হক, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী, কোটালীপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি। শিক্ষা সফরে অংশ নেয়া সকলে দেলাওয়ার হোসাইন সাঈদির প্রতিষ্ঠিত তাফ্হীমুল কুরআন আলীয়া মাদ্রাসা ও পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ, লাইব্রেরী ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।