২০ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় জাকির হোসেন নামের এক ব্যটারিচালিত বৌ-গাড়ী চালককে মারধর করে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার (
১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে
উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আশ্রয়ন প্রকল্পের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ওই আশ্রয়ণ প্রকল্পের
বাসিন্দা হতদরিদ্র জাকির হোসেন নিজ গাড়িটি বিক্রি করে নগদ ৩০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্য আশ্রয়ন প্রকল্পের তিন রাস্তার মোড়ে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিবেশী বখাটে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী মনির, আশিক এবং ,ফাইজুল হক তার পথরোধ করে মারধর করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যপারে
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জাকির হোসেনের স্ত্রী মুক্তা বেগম বাদী হয়ে ফাইজুল হক,, মনির, ও আশিককে আসামী করে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর মোমিন উদ্দিন জানান, এ বিষয়ে ,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।